পাতা:গীতা-গ্রন্থাবলী (উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়).djvu/৩৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিব গীত।। "రిసిసి বুদ্ধ,দং কললং তন্মত্ততঃ পেশী ভবেদিদম্। পেশীঘনং দ্বিতীয়ে তু মাসি পিও প্রজাস্থতে ॥ ১৪ । করান্তি শীর্ষকাদীনি তৃতীয়ে সম্ভবন্তি হি। অভিব্যক্তিশ্চ জীবস্ত চতুর্থে মার্সি জায়তে ॥ ১৫ ॥ তত্তশ্চলতি গর্ভোহপি জনন্তী জঠবে স্বত: । পুত্ৰশ্চেদক্ষিণে পার্থে কষ্ঠা বামে চ তিষ্ঠতি ॥ ১৬। নপুংসক,দবস্ত ভাগে তিষ্ঠতি মধ্যমে। অতো দক্ষিণপাঙ্গে তু শেতে মাতা পুমান যদি ॥ ১৭ ॥ মঙ্গপ্রত্যঙ্গভাগাশ্চ স্থম্মা: স্বযুগপত্তদা। বিহায় শ্মশ্রদস্তাদান জন্মানস্তরসম্ভৰান্‌ ॥ ১৮ । চতুৰ্থে ব্যক্ততা তেষাং ভাবানামপি জায়তে। পুংসাং স্থৈৰ্য্যাদয়ে ভাবা ভতত্বাস্তাস্তু যোষিতাম্ ॥ ১৯ । নপুংসকে চ তে মিশ্র ভবস্তি রঘুনন্দন। মাতৃজংচাস্ত হৃদয়ং বিষয়ানভিকাঙ্কতি ॥ ২• ॥ vz দ্রবাকার শুক্র প্রথমে বুদবুদরূপ, তাহা হইতে কললাকার, ক্রমে পেশক্টপে পরিণত হয়, পরে ঐ পেশী দৃঢ় হইয়া দ্বিতীয় মাসে পিওরূপে পরিণত হয় ॥ ১৪ ॥ ঐ পূিও হইতে তৃতীয় মাসে কর, চরণ ও মন্তকাদির অভিব্যক্তি হয় এবং ঢতুর্থ মাসে লিঙ্গদেহের অভিব্যক্তি হয় । ১৫ ॥ তৎপরে গর্ভ স্বতই জননীর জঠববিবরে বিচলিত হইতে থাকে। পুত্র সন্তান হইলে উদরের দক্ষিণভাগে, কন্যা হইলে বামভাগে এবং নপুংসক হইলে মধ্যভাগে অবস্থিতি করে , অতএব গর্ভে পুত্র-সন্তান বিদ্যমান থাকিলে তখন মাতা দক্ষিণপার্থে শরন করেন ॥ ১৬-১৭ ॥ শ্বশ্ব ও দস্তাদি জন্মের পরে উৎপন্ন হয়, তদব্যতীত অন্যাঙ্ক অঙ্গপ্রত্যঙ্গ সূক্ষ্মরূপে এই সময়েই হইয়া থাকে ॥ ১৮ ॥ হে রঘুনন্দন! চতুর্থ মাগেই পুরুষের স্বৈৰ্য্যাদি ভাব, স্ত্রীর চাঞ্চল্যাদি তাৰ এবং নপুংসকের উভয়-মিশ্রিত ভাব বিকশিত হয় । তখন মাতার হৃদয় হইতে গর্ভের হৃদয় সঙ্গত হইয়া মাতার আকাজিত বিষয়ের আকাজল । করিতে থাকে, অতএব গর্ভ-বিবুদ্ধিব নিমিত্ত মাতার মনোভীষ্ট অবগুই সম্প 을8