পাতা:গীতা-গ্রন্থাবলী (উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়).djvu/৪৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ჯ)e ভগবতী গীত । সৰ্ব্বাঙ্কারাহমেবেতি সচ্চিদানন্দবিগ্রহ । মাংশেন পরিচ্ছিন্ন দেহাঃ স্বর্গেীকসাং পিতঃ ॥ ৫e ॥ তস্মান্মামেব বিধুক্তৈ: সকলৈরেৰ কৰ্ম্মভিঃ। বিভাব্য প্রজপেস্তুক্ত্যা নান্যথা ভাবয়েৎ সুধীঃ ॥ ৫১ ৷ এবং বিধুক্তিকৰ্ম্মাণি কুত্ব নিৰ্ম্মলমানসঃ। আত্মজ্ঞানে সমুদযুক্তে মুমূক্ষ্ম: সততং ভবেৎ ॥ ৫২ ॥ ঘৃণাং নিবর্ত্য সৰ্ব্বত্র পুত্রমিত্রাদিকেশ্বপি । বেদাস্তাদিষু শাস্ত্ৰেষু সন্নিবিষ্টমনা ভবেৎ। ৫৩৷ কামাদিকং ত্যজেত্‍ সৰ্ব্বং হিংসাঞ্চাপি বিবর্জয়েৎ । এবং ক্লভবতাং বিদ্যা জায়তে নাত্র সংশয়: ॥ ৫৪ ৷ তয়ৈবাত্মা মহারাজ প্রত্যক্ষমল্লভূয়তে ॥ তদৈব জায়তে মুক্তি: সত্যং সত্যং ব্ৰবীমি তে ॥ ৫৫ ৷ কিন্তু মুছলভং তাত মদ্ভক্তিবিমুখাম্মনাম্। তস্মাস্তুক্তি: পর কার্য্যা ময়ি যত্বাং মুমুক্ষুভি: ॥ ৫৬ হে পিত: ! সচ্চিদানন্দবিগ্রহ যে আমি, সেই আমিই সকল পদার্থ ও সকল রূপ, স্বৰ্গবাসী স্বরগণ আমারই অংশ হইতে দেহ পরিগ্রহ করিয়াছেন মাত্র ৫e ॥ সে জন্ত সুধীব্যক্তি বিধুক্তি সকল কৰ্ম্ম দ্বারাই শক্তির সহিত আমারই ভাবনা ও আমারই নাম জপ করিবে,অন্ত কোন প্রকার আচরণ করিবে না ॥ ৫১। মুমুক্ষু ব্যক্তি নিয়ত এইরূপে বিধুক্ত কৰ্ম্ম করিয়া নিৰ্ম্মলচিত্ত হইয়া আত্মজ্ঞানে সমুদ্রযুক্ত হইবেন ॥ ৫২ ৷ পুত্র, মিত্র প্রভৃতির প্রতি সৰ্ব্বথা মমতাশূন্ত হইয়া বেদাস্তাদি শাস্ত্ৰ সকলে নিবিষ্টচিত্ত হুইবে ॥৫৩ | সৰ্ব্বদা কামাদি এবং চিংসা পরিত্যাগ করবে। যে ব্যক্তি এইরূপ আচরণ করেন, তিনিই কেবল অজ্ঞানত হইতে উত্তীর্ণ হইয়া বিদ্যালাভে সমর্থ হন ॥ ৫৪ ৷ হে মহারাজ ! এইরূপ বিদ্যালাভ করিতে পারিলে আত্মাকে প্রতী অনুভব করা যায়, আত্মাকে জানিতে পারিলে মুক্তি উৎপন্ন হয়, ইছা আপনাকে সত্য সত্য বলিতেছি । ৫৫ ॥ হে পিতঃ ! যে সকল ব্যক্তি আমাকে ভক্তি করে না, তাহদে৷