পাতা:গীতা-গ্রন্থাবলী (উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়).djvu/৪৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Ե-Ե- দেবী গীতা । অপরাধো ভবত্যেব তনয়ত পদে পদে । কোইপর; সহতে লোকে কেবলং মাতরং বিন ॥ ১৮ । তস্মাদযুয়ং পরাম্বাং তাং শরণং ধাত মাচিরস্থ । নিৰ্ব্বাজেয়া চিত্তবৃত্তা সা বঃ কাৰ্য্যং বিধাস্তত্তি ॥ ১৯ ইত্যাদিত মুরান সৰ্ব্বান মহাবিষ্ণু সজায়য়া । সংযুতে নিৰ্জ্জগামাণ্ড দেবৈঃ সহ স্বরাধিপঃ ॥ ২• ॥ আজগাম মহাশৈলং হিমবস্তং নগাধিপম । অঙবংশ্চ মুরা: সৰ্ব্বে পুরশ্চরণকর্শিণ: ॥ ২১ a অম্বাযজ্ঞবিধানজা অম্বাযঞ্জঞ্চ চক্রিরে। তৃতীয়দিব্রতাঙ্গাশু চক্রু: সৰ্ব্বে মুরা নৃপ ॥ ২২ ॥ কেচিৎ সমাধিনিষ্ণতা: কেচিল্লামপরায়ণা: | কেচিৎ স্বজ্ঞপরা: কেচিন্নামপারায়ণোৎসুকা: ॥ ২৩ } মন্ত্রপারায়ণপরা: কেচিৎ কুছুদিকারিণ: । অন্তর্যাগপরা: কেচিৎ কেচিন্ন্যাসপরায়ণা: ॥ ২৪ ॥ তনয় পদে পদেষ্ট মাতার নিকট অপরাধী হয়, কিন্তু মাতা ব্যতীত অর্ণব কে সেই অপরাধ ক্ষমা করিবে ? অতএব তোমরা অচিরে অহৈতুকী ভক্তি সহকারে সেই পরমজননীর শরণাপন্ন হও, তিনি তোমাদের কার্য্যবিধান করিবেন। ১৮-১৯ ॥ স্বরপতি মহাবিষ্ণু দেবগণকে এই প্রকার আদেশ করিয়া লক্ষ্মীর সঠিত মিলিত হইয়া দেবগণের সচিত দেবীর আরাধনার্থ সত্বর গমন করিলেন এবং সকল দেবগণ মহাগি র নগেশ্বর হিমালয়ে আগত হইয়। পুরশ্চরণ-ক্রিয়াতে প্রবৃত্ত হইলেন। হে নুপ । যাহারা অস্বাযঙ্গবিৎ, তাহারা দেবীভাগবতেব তৃতীয়স্কন্ধোক্ত অম্বা যজ্ঞ এবং সকলেই হিমালয়ের প্রঙি দেবী কর্তৃক উপদিষ্ট তৃতীয়াদি ব্রতের অচষ্টান করিতে লাগিলেন । ২০-২২ ॥ দেবগণের মধ্যে কেহ কেহ দেবীব ধ্যান করত সমাধিনিষ্ঠ হইলেন, কেহ কেহ দেবীর নাম জপ করিতে লালিলেন, কেহ কেল্প “অহং রুদ্রেভি;" ইত্যাদি দেবীযুক্ত জপ করিতে প্রবৃত্ত হইলেন, কেহ কেহ নামোচ্চার+ পরায়ণ, কেহ কেহ মন্ত্রপরায়ণ হইলেন, কেহ কেহ কৃচ্ছ্বচাম্ৰায়ণাদি ব্রতের