পাতা:গীতা-গ্রন্থাবলী (উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়).djvu/৫০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবী গীতা । పిలి যদজ্ঞানাজগদ্ভাতি রজসপশ্ৰগদিবৎ । যজ জ্ঞানান্নয়মাপ্নোতি ত্বমস্তাং ভূবনেশ্বৰী ॥ ৫• । স্বমস্তৎপদলক্ষ্যার্থাং চিদেকরসরূপিণীম্‌ । অথণ্ডাননারূপাং তাং বেদতাৎপৰ্য্যভূমিকাম্।। ৫১ ॥ পঞ্চকোশাতিরিক্তাং তামবস্থাত্রয়সীক্ষিণীম্‌ । পুনশ্বংপদলক্ষ্যার্থাং প্রত্যগাত্মস্বরূপিণী ॥ ৫২ ॥ নম: প্রণবরূপায়ৈ নমো হ্রাঙ্কারমৃত্তয়ে । নানামস্থাত্মিকায়ৈ তে করুণায়ৈ নমো নমঃ ॥ ৫৩ ৷ ইতি স্তুত তদা দেবৈশ্মণিদ্বীপাধিবাসিনী । প্রাঙ্গ বাচা মধুরয়া মণ্ডকোকিলনিঃস্বনী ॥ ৫৪ ৷ শ্ৰীদেবু্যবাচ । বদন্তু বিবুধা: কাৰ্য্যং যদর্থমিত সঙ্গতাঃ। ববদাহং সদা ভক্তকামকল্পদ্রুমাশ্মি চ ॥ ৫৫ ॥ যেমন বজ্জ,র স্বরূপজ্ঞান ন চ ওয়ায় উহাতে সপাদির এাস্তি হইয়া থাকে, কি স্ব রজ্জ্বব স্বরূপজ্ঞান হইলেই সপাদিলান্তি অপনোদিত হয়, সেই প্রকার ন্ধে চৈতন্যরূপিণীর স্বরূপেব অজ্ঞানবশতঃ জগৎ আভাসিত হইতেছে, যাহার স্বরূপজ্ঞান হইলে জগৎস্বরূপের অস্তিত্ব অন্তর্ভূত হইতে পারে না, সেই ভুবনেশ্বরী জগদম্বিকাকে আমবা স্তব করি ॥ ৫০ ॥ ধিনি চৈতন্মবসরূপিণী অর্থাৎ চৈতন্মস্বরূপিণী, অতএব “তত্ত্বমসি” এই নহ’বাক্যস্থ তৎশব্দের প্রতিপাদ্যা অখণ্ডানন্দরূপিণী, সৰ্ব্ববেদ-প্রতিপাদ্যস্বরূপা, fানি অন্নময় প্রাণময়, বিজ্ঞানময়, মনোময় এবং আনন্দময় কোষের অতিরিক্ত পদার্গ, জাগং, স্বপ্ন ও সুষুপি এই অবস্থাত্রয়ের সাক্ষিস্বরূপিণী, যিনি জীবাত্মরূপে অবস্থিভা, সুতরাং “তত্ত্বমসি” এই মহাবাক্যস্থ ত্বংপদের লক্ষণীয় পদার্থ, সেই ভূবনেশ্বরীকে আমবা স্তব করি ॥ ৫১-৫২ । তুমি প্ৰণব-(ও রূপিণী, তোমাকে নমস্কার, তুমি ইং-বীজমূৰ্ত্তি, তোমাকে নমস্কার,তুমি বিবিধ-মন্ধস্বরূপিণী করুণাময়ী, তোমাকে পুনঃ পুন: নমস্কার॥৫৩ দেবগণ মণিদ্বীপনিবাসিনী ভূবনেশ্বরীকে এই প্রকার স্তব করিলে মত্তকোকিলবৎ-মধুরধ্বনি দেৰী মধুরবাকো বলিতে লাগিলেন । ৫৪ ৷ দেবী বলিলেন, দেবগণ ! তোমরা যে নিমিত্ত এই স্থানে সকলে সমাগত