পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাইকে ছুলে পদতলে শুদ্ধ হোস তুই গঙ্গাজলে ; ওরে সেই অদ্ভুৎ ছেলেই তুলে কোলে ওরে, কর 3 o 8 তুষ্ট হন যে গঙ্গ-মাঈ । খাবি নে জল ভাইয়ের দেওয়া ? খাস নে অন্ন তাদের ছোওয়া ? শবরীর আধ-খাওয়া মেওয়া রঘুনাথ তো খেলেন তাই । তোরাই আবার সভাস্থলে হাকিস সাম্য উচ্চরোলে, সম-তন্ত্র চাস সকলে— বিশ্বপ্রেমের দিস দোহাই ! জাতির গলায় জাতের ফঁাস, ধর্ম করছে ধর্মনাশ, নিজের পায়ে পরলি পাশ, দাসত্ব ঘোচে না তাই । ছাড়, দেখি রে রেষারেষি, প্রাণে প্রাণে মেশামেশি । তখন তোদের সব বিদেশী দাস না ব’লে বলবে ভাই । মিশ্র বেহাগ