পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২০ মন হ’রে কে পালাল গো ? তারে ধরে । যখন আছিকু ঘুমে নীরবে নয়ন চুমে, পরাইয়া গেল সে গোপনে আপন কণ্ঠমাল গো — তারে ধরে । না জানি কেমন ভোলা, দেখে নি ফুয়ার খোলা— সিদ কাটি পশি গৃহে মোর নয়ন বাধিল গো । বুঝি এসেছিল হায়, মোর নয়ন-তুলাল গো !— তারে ধরে । সিন্ধু কাওয়ালি 38○