বিষয়বস্তুতে চলুন

পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

১২৩

বলো সখী, মোরে বলো বলো,
কেন গো নয়ন ছলছল?

এমন প্রাতে ধরি দু হাতে
চেয়েছে কি কেহ ঢলঢল?

কাহারো বাঁশি, মোহনভাষী,
ডেকেছে কি—’বধু, চলো চলো’?

তোমার মালা পরিয়ে গলে
চলে গেছে কি হাসিয়ে খলখল?

ভাঙিব বাঁশি, সরব-নাশী,
চলো ফিরে, ঘরে চলো চলো।

ভৈরবী

১৪৬