পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

১৪৩

ভালোবাসা কত পারি আর, হা রে খ্যাপা?
যেখানে তুই থাক্‌ রে ভোলা, পরিস গলে হার, রে খ্যাপা।

শূন্য যে তোর পর্ণগেহ—হা রে কাঙাল, হা রে কাঙাল—
তবু পাস তুই পরম স্নেহ;
হা অভাগা, কি দিবি তুই তাদের উপহার, রে খ্যাপা?

যখন যাস তুই ফুলের পাশে, ওরে খ্যাপা,
ওরে, তারাও তোরে ভালোবাসে;
আকাশ ভ'রে তারা হাসে, তোর ঘুচায় দুঃখভার, রে খ্যাপা।

যারা এত দিচ্ছে তোরে, হা রে কাঙাল, হা রে কাঙাল,
বসা ছিন্ন প্রাণের 'পরে।
আর কিছু তোর নাই রে কাঙাল, তুই খুলে দে দুয়ার, রে খ্যাপা।

কতদিন বা রইবি ভবে, হা রে ভোলা,
এত ঋণ তুই শুধবি কবে?
তোর দিনে দিনে বাড়ছে বেলা, বাড়ছে প্রেমের ধার, রে খ্যাপা।

পারের কড়ি চাইবে যবে, হা রে কাঙাল, হা রে কাঙাল,
পরের কড়ি দিস্‌ রে তবে;
হোস্‌ রে পরের দেওয়া ধনে বৈতরণী পার, রে খ্যাপা।

বাউল

১৭১