পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8b ভোলা, তুই র্তার চরণে মাথা ঠেকা । এবার তুই অনেক দিনে পেলি দেখা । কঠিনে হৃদয় পিষে, নয়নের জলে মিশে, যে চন্দন পেলি রে তুই, ওরে এক, আজি তুই সে চন্দনে পর কপালে টিপের রেখা । হয়তো পুজি হবে খালি, শূন্ত হবে যশের থালি, . করিস নে ভয়, তাই হবে যা আছে লিখা । শুধু তুই রাখ জালিয়ে প্রাণের কোণে প্রেমের শিখা ৷ সকল ব্যথা তুচ্ছ ক'রে. রাঙা চরণ থাকিস ধ’রে , তুখের মাঝেই পাবি রে তুই সুখের দেখা ; সেই দেখাতেই হবে রে তোর সকল শেখা ৷ ভোলা, তুই তার চরণে মাথা ঠেকা । यां७ब्न oፃፃ