বিষয়বস্তুতে চলুন

পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/২২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

›bre ব'লে দে, ওরে নিঠুর মনের মালী, কেন তুই কাটা-বনে ফুল ফোটালি ? এ ফুলে হয় না মালা, শুধু তায় ভরে ডালা ; মিছে তুই কাটার ঘায়ে হাত রাঙালি । মিছে তুই বঁধুর আশে দিন খোয়ালি । ভবের এ ফুলের মেলায় গেল দিন অবহেলায় ; মিছে তুই প্রেমের পাতে ফুল কুড়ালি । লয়ে তোর ভরা সাজি ফিরে যা ঘরে আজি, কেন তুই এমন ভুলে মন ভুলালি ? ডালি আজ কাহার পায়ে করবি খালি ? কালাংড়া ২১১