পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

షాe আমার আঙিনায় আজি পাখি গাছিল এ-কি গান ? শুনি নি এমন গাওয়া— হেন মরমভেদী বাণ । যে করেছে অবহেলা আমার গানের মালা, আজি কি পাখির গলায় তার গলার প্রতিদান ? যে দিয়েছে এত ব্যথা, মনে হয় এ তারি কথা ; বুঝি গো ভিজেছে আজি তার নিঠুর ত্ব নয়ান । বল রে অজানা পাখি, তুই তার দূত নাকি ? এত দিনে ভাঙিল কি তার গভীর অভিমান f মোর প্রাণের গানটি শিখি বনে যা তুই বনের পাখি ; বুঝায়ে কহিস তাহারে, আমি তার লাগিয়া ধরি প্রাণ । মিশ্র অাশাবরী -ጰቘቚ: