পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>ぐ কত গান তো হল গাওয়া, আর মিছে কেন গাওয়াও ? যদি দেখা নাহি দিবে তবে মিছে কেন চাওয়াও ? যদি যতই মরি ঘুরে তুমি ততই রবে দূরে, তবে কেন বঁাশির সুরে তব তরে শুধু ধাওয়াও ? যদি সন্ধ্যা হলে বেলা নাহি মিলে তব বেলা, পথভোলা মোর ভেলা এ অকুলে কেন বাওয়াও ? যদি আমার দিবারাতি কাটি’ যাবে বিনা সাথী, তবে কেন বঁধুর লাগি পথপানে শুধু চাওয়াও ? বড়ো ব্যথা তোমায় চাওয়া ; আরো ব্যথা ভুলে যাওয়া ; যদি ব্যথী না আসিবে, এত ব্যথা কেন পাওয়াও ? शंछन्। 之及够