পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/২৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శ్చర్చి 8 কেন তারে পাই নে দেখা নয়নে ? লুকিয়ে সে বসে আছে জীবনে কোন গোপনে । যখন থাকি আপন মনে, কয় সে কথা ক্ষণে ক্ষণে ; তার সকল ভাষা বুঝতে নারি, কি ভাষা তার কে জানে ? ভাসিয়ে আমার গানের তরী তারে ঘাটে ঘাটে খুজে মরি ; ভাবে সবাই ঘর ছেড়েছে আমারি সন্ধানে । নয়নে যে ধরে কায়1, বুঝেছি সব তারি ছায়া ; নয়নে যে দিল না ধরা দিবে কি সে পরানে— কে জানে ? কাকি সিন্ধু