পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●ፃ আর কত কাল থাকব বসে জুয়ার খুলে ? বঁধু আমার ! তোমার বিশ্বকাজে আমারে কি রইলে ভুলে ? বঁধু আমার ! বাহিরের উষ্ণ বায়ে মালা যে যায় শুকায়ে, নয়নের জল, বুঝি তাও, বঁধু মোর, যায় ফুরায়ে । শুধু ডোরখানি হায় কোন পরানে তোমার গলায় দিব তুলে ?— বঁধু আমার ! হৃদয়ের শবদ শুনে চমকি ভাবি মনে, ওই বুঝি এল বঁধু ধীরে মৃতুল চরণে ! পরানে লাগলে ব্যথা ভাবি বুঝি আমায় ছুলে — বঁধু আমার ! 沙 বিরহে দিন কাটিল, কত যে কথা ছিল, কত যে মনের আশা মন-মাঝে রহিল ; কি লয়ে থাকব বলো তুমি যদি রইলে ভুলে ?— -- বঁধু আমার । মিশ্র-বাউল কীর্তন 8\5