পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার ঘুম-ভাঙানো চাঁদ, আমার মন-ভাঙানো চাঁদ, তুমি, যাও গো স’রে। বাতায়নে আমার পানে চেয়ো না আমন ক’রে ।

বিধু, তুমি বধুর রূপে এলে ঘরে চুপে চুপে ; নয়নে করলে পরশ কিরণ-করে । কোয়ো না পুরানো কথা, দিয়ো না পুরানো ব্যথা, এনো না পুরানো প্রদীপ আঁধার ঘরে ।

জানি, ওগো সর্বনাশী— জানি তব মোহন হাসি, জানি তব ভালোবাসা দু’দিন-তরে । আসোয়ারী