বিষয়বস্তুতে চলুন

পাতা:গীতিমাল্য-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৭৭

আমারে দিই তােমার হাতে
নূতন ক’রে নূতন প্রাতে।
দিনে দিনেই ফুল যে ফোটে,
তেমনি করেই ফুটে ওঠে
জীবন তােমার আঙিনাতে
নূতন করে নূতন প্রাতে॥

বিচ্ছেদেরি ছন্দ লয়ে।
মিলন ওঠে নবীন হয়ে।
আলাে-অন্ধকারের তীরে।
হারায়ে পাই ফিরে ফিরে,
দেখা আমার তােমার সাথে
নূতন ক’রে নূতন প্রাতে॥

৭ চৈত্র ১৩২০

শান্তিনিকেতন

৯৬