পাতা:গীতিমাল্য-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১২

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।


সরল প্রাণে নীরব হয়ে
তোমায় ডাকি
তোমার পূজার ছলে তোমায়
ভুলেই থাকি॥

১৪ চৈত্র ১৩২০

শান্তিনিকেতন

১০২