পাতা:গীতিমাল্য-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২১

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৯০

আমায়  বাঁধবে যদি কাজের ডােরে
কেন  পাগল কর এমন ক’রে।
বাতাস আনে কেন জানি
কোন্ গগনের গােপন বাণী,
পরানখানি দেয় যে ভরে।
পাগল করে এমন ক’রে॥

সােনার আলাে কেমনে হে
রক্তে নাচে সকল দেহে।
কারে পাঠাও ক্ষণে ক্ষণে
আমার খােলা বাতায়নে,
সকল হৃদয় লয় যে হ’রে।
পাগল করে এমন ক’রে॥

২৪ চৈত্র [১৩২০]

১১১