বিষয়বস্তুতে চলুন

পাতা:গীতিমাল্য-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৯১

কেন  চোখের জলে ভিজিয়ে দিলেম না
শুকনাে ধুলাে যত।
কে জানিত আসবে তুমি গাে
অনাহূতের মতাে।
তুমি  পার হয়ে এসেছ মরু,
নাই যে সেথায় ছায়াতরু,
পথের দুঃখ দিলেম তােমায়
এমন ভাগ্যহত॥

তখন  আলসেতে বসে ছিলেম আমি
আপন ঘরের ছায়ে,
জানি নাই যে তােমায় কত ব্যথা
বাজবে পায়ে পায়ে।
তবু  ঐ বেদনা আমার বুকে
বেজেছিল গােপন দুখে,
দাগ দিয়েছে মর্মে আমার
গভীর হৃদয়-ক্ষত॥

২৪ চৈত্র [১৩২০] শান্তিনিকেতন

১১২