বিষয়বস্তুতে চলুন

পাতা:গীতিমাল্য-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৯৮

তােমার  আনন্দ ঐ এল দ্বারে
এল এল এল গাে। ওগাে পুরবাসী।
বুকের  আঁচলখানি ধুলায় পেতে
আঙিনাতে মেলাে গাে।
পথে  সেচন কোরাে গন্ধবারি
মলিন না হয় চরণ তারি,
তােমার  সুন্দর ঐ এল দ্বারে
এল এল এল গাে।
আকুল  হৃদয়খানি সম্মুখে তার
ছড়িয়ে ফেলো ফেলাে গাে॥


তােমার  সকল ধন যে ধন্য হল
হল গাে।
বিশ্বজনের কল্যাণে আজ
ঘরের দুয়ার খােলো গাে।
হেরাে  রাঙা হল সকল গগন,
চিত্ত হল পুলক-মগন,
তােমার  নিত্য-আলাে এল দ্বারে
এল এল এল গাে।
তােমার  পরান-প্রদীপ তুলে ধোরো,
ঐ আলােতে জ্বেলে গাে॥

৩ বৈশাখ ১৩২১ শান্তিনিকেতন

১১৯