বিষয়বস্তুতে চলুন

পাতা:গীতিমাল্য-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।


সেদিন আমি জেগেছিলেম
দেখে কারে।
পসরা মোর পূর্ণ ছিল,
চলেছিলেম রাজার দ্বারে।
সেদিন সবাই ছিল কাজে
গোঠের মাঝে মাঠের মাঝে,
ধরা সেদিন ভরা ছিল।
পাকা ধানের ভারে।
ভোরের বেলা জেগেছিলেম,
দেখেছিলেম কারে॥

সেদিন চলে যেতে যেতে
চমক লাগে।
মনে হল, বনের কোণে
হাওয়াতে কার গন্ধ জাগে।
পথের বাঁকে বটের ছায়ে
গেল কে যে চপল-পায়ে
চকিতে মোর নয়ন দুটি
ভরিয়ে অরুণরাগে।
সেদিন চলে যেতে যেতে,
মনে হল, কেমন লাগে॥