পাতা:গীতিমাল্য-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

আমার এই  পথ-চাওয়াতেই
আনন্দ।
খেলে যায়  রৌদ্র ছায়া,
বর্ষা আসে
বসন্ত।
কারা এই  সমুখ দিয়ে
আসে যায়  খবর নিয়ে,
খুশি রই  আপন মনে,
বাতাস বহে
সুমন্দ॥

সারাদিন আঁখি মেলে
দুয়ারে  রব একা।
শুভশন   হঠাৎ এলে
তখনি পাব দেখা।
ততখন  ক্ষণে ক্ষণে
হাসি গাই  মনে মনে,
তখন  রহি রহি
ভেসে আসে
সুগন্ধ।
আমার এই  পথ-চাওয়াতেই
আনন্দ॥

১৭ চৈত্র ১৩১৮ শিলাইদহ

১১