বিষয়বস্তুতে চলুন

পাতা:গীতিমাল্য-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১২

এই দুয়ারটি খোলা।
আমার খেলা খেলবে ব’লে
আপনি হেথায় আস চলে
ওগো আপন-ভোলা।
ফুলের মালা দোলে গলে,
পুলক লাগে চরণতলে
কাঁচা নবীন ঘাসে।
এস আমার আপন ঘরে,
বস আমার আসন-’পরে
লহ আমায় পাশে।
এমনিতরো লীলার বেশে
যখন তুমি দাঁড়াও এসে,
দাও আমারে দোলা —
ওঠে হাসি, নয়ন-বারি,
তোমায় তখন চিনতে নারি
ওগো আপন-ভোলা॥


কত রাতে, কত প্রাতে,
কত গভীর বরষাতে,
কত বসন্তে,

২০