পাতা:গীতিমাল্য-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

কত দিকেই চোখ ফেরালেম
কত পথেই চ’লে।
ভরিয়ে জগৎ লক্ষ ধারায়
‘আছ-আছ’র স্রোত বহে যায়
‘কই তুমি কই’ এই কাঁদনের।
নয়ন-জলে গ’লে।

২৪ চৈত্র ১৩১৮ শিলাইদহ

২৬