পাতা:গীতিমাল্য-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৩৫

ভােরের বেলায় কখন এসে
পরশ ক’রে গেছ হেসে।
আমার ঘুমের দুয়ার ঠেলে
কে সেই খবর দিল মেলে,
জেগে দেখি আমার আঁখি
আঁখির জলে গেছে ভেসে॥

মনে হল, আকাশ যেন
কইল কথা কানে কানে।
মনে হল, সকল দেহ
পূর্ণ হল গানে গানে।
হৃদয় যেন শিশিরনত
ফুটল পূজার ফুলের মতাে,
জীবন-নদী কূল ছাপিয়ে
ছড়িয়ে গেল অসীম দেশে॥

৯ ভাদ্র [১৩২৩] Cheyne walk

৫০