পাতা:গীতিমাল্য-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭১

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।


সকল কাজের শেষে তোমার
নামটি উঠুক ফ’লে,
রাখব কেঁদে হেসে তোমার
নামটি বুকে কোলে।

জীবনপদ্মে সংগোপনে
রবে নামের মধু,
তোমায় দিব মরণ-ক্ষণে
তোমারি নাম, বঁধু॥

২ কার্তিক ১৩২০
শান্তিনিকেতন

৬১