পাতা:গীতিমাল্য-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৫৩

জীবন-স্রোতে ঢেউয়ের ’পরে
কোন্ আলাে ঐ বেড়ায় দুলে।
ক্ষণে ক্ষণে দেখি যে তাই
বসে বসে বিজন কূলে।
ভাসে তবু যায় না ভেসে,
হাসে আমার কাছে এসে-
দু হাত বাড়াই, ঝাঁপ দিতে চাই,
মনে করি আনব তুলে॥

শান্ত হ রে শান্ত হ মন,
ধরতে গেলে দেয় না ধরা—
নয় সে মণি, নয় সে মানিক,
নয় সে কুসুম ঝরে-পড়া।
দূরে-কাছে আগে-পাছে
মিলিয়ে আছে, ছেয়ে আছে—
জীবন হতে ছানিয়ে তারে।
তুলতে গেলে মরবি ভুলে॥

১৫ পৌষ ১৩২০

শান্তিনিকেতন

৭২