বিষয়বস্তুতে চলুন

পাতা:গীতিমাল্য-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

৬৯


তোমার কাছে শান্তি চাব না।
থাক্‌-না আমার দুঃখ ভাবনা।
অশান্তির এই দোলার ’পরে
বসো বসো লীলার ভরে,
দোলা দিব এ মোর কামনা॥

নেবে নিবুক প্রদীপ বাতাসে,
ঝড়ের কেতন উড়ুক আকাশে—
বুকের কাছে ক্ষণে ক্ষণে
তোমার চরণ-পরশনে
অন্ধকারে আমার সাধনা॥

২৬ ফাল্গুন ১৩২০

শান্তিনিকেতন

৮৮