বিষয়বস্তুতে চলুন

পাতা:গীতিমাল্য-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

৭০

দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে।
আমার সুরগুলি পায় চরণ, আমি
পাই নে তােমারে॥
বাতাস বহে, মরি মরি,
আর বেঁধে রেখাে না তরী,
এসাে এসাে পার হয়ে মাের
হৃদয়মাঝারে॥

তােমার সাথে গানের খেলা
দূরের খেলা যে,
বেদনাতে বাঁশি বাজায়
সকল বেলা যে।
কবে নিয়ে আমার বাঁশি
বাজাবে গাে আপনি আসি
আনন্দময় নীরব রাতের
নিবিড় আঁধারে॥

২৮ ফাল্গুন ১৩২০

শান্তিনিকেতন

৮৯