পাতা:গুচ্ছ - কাঞ্চনমালা বন্দ্যোপাধ্যায়.djvu/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভূমিকা।

 এই গল্পগুলি যখন লিখিয়াছিলাম, তখন প্রকাশ করিবার ইচ্ছা ছিল না। কোন আত্মীয়ার বিশেষ আগ্রহে ইহার অধিকাংশ গল্পই প্রবাসী, মানসী প্রভৃতি মাসিক পত্রিকায় প্রকাশিত হইয়াছে। “পাগলের কথা” ও “নিয়তি”—প্রবাসীতে, “টমি” যমুনায়, “পথহারা” ও “পরিবর্ত্তন”—গল্পলহরীতে, “অভাগিনী,” “প্রতীক্ষায়, “আহ্বান” ও “বিজয়া”—মানসীতে প্রকাশিত হইয়াছিল। “সোণার বালা,” “ভবিতব্য” ও “বশীকরণ” অপ্রকাশিত।

কলিকাতা।
১৫ই বৈশাখ ১৩২১।