পাতা:গোপাল কামিনী.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

為、 গোপাল কামিনী । বাসাতে চলিলাম। তুমি শীঘ্র ২ প্রস্তুত হইয়া যাইবার সময়ে আমার ওখান দিয়া যাইও” । কমলকে এই কথা বলিয়া এবং প্রতিবাসিনীদিগকেও বলিয়া কহিয়া কামিনী আপন বাসায় চলিয়া আইল । o কমল সকাল ২ স্থান ভোজন সমাপন করিয়া নিয়মিত সময়ে কামিনীর বাসায় গিয়া উপস্থিত হইল, এবং তাছাকে “ তবে আমি এখন পোলিসে চলিলাম” বলিয়া তথা হইতে পুস্থান করিল। যাইতেই পথি মধ্যে যে কোন চেকীদারকে দেখিতে পাইলেই গোপলের কথা জিজ্ঞাসিতে লাগিল, কিন্তু কাহা হইতেও কোন সংবাদ পাইল না । এই ৰূপে জিজ্ঞাসা করিতে ২ লালবাজারের চৌমাথায় উপস্থিত হইলে,য়্যারমামুদ চেকীদারের সহিত তাহার সাক্ষাৎ হইল। ইতিপূর্বে কমলের সঙ্গে তাহার বিশেষ জানা পরিচয় ছিল,একারণ দেখা হুইবামাত্র, অাদে তাহাদের পরস্পর বাড়ীর সমচার প্রভৃতি জিজ্ঞাসাবাদ হইতে লাগিল।" .