পাতা:গোপাল কামিনী.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

αν 8 গোপাল কামিনী । কহিল, “আমি তাহার মুখে তাহার পরিচয় শুনিয়াছি, এখন তোমার নিকট বলি, হয় নয় বুঝিয়া দেখনা কেন। তাহার নাম গোপাল, বাটী কৃষ্ণনগর, খালধারে অমুক বাবুর বাগানে থাকে, একটি ভগিনী তাহার সঙ্গে আসিয়াছে, এবং সে ঐ বাগানে সদার মালীর কন্ম করে”। কমল বলিল, “ তবে ত সেই গোপাল বটে বোধ হইতেছে, কিন্তু তাহার নোট চুরির কথা শুনিয়া যে বড় বিস্ময়াপন্ন হইলাম । সে যে নোট চুরি করিবেক ইহা স্বপ্নের অগোচর”। য়ারমামুদ “সে ছোড়া তোমার কে হয় হে কমল ?” বলিয়া জিজ্ঞাসা করিলে পর, কমল কহিল, “সে জাতি নয়, কুটুম্বও নয়, আমার কে হুইবেক ? অামার পাড়ায় এবং অামারি চৌকীর সীমার মধ্যে অমুক বাবুর বাগানে থাকে। সৰ্ব্বদা পরস্পর যাওয়া আসা, জানা পরি. চয় অাছে, এবং অামাকে দাদা ২ বলে’ ৷ য়্যারমামুদ কহিল, “ছি, ছি, তুমি চৌকী দার হইয়া। চোরের সহিত সৰ্বদা আলাপ পরি