পাতা:গোপাল কামিনী.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । 》@ চয় রাখ কেন? আঃ ! সে ছোড়া কি পাক৷ চোর! আর তাহার মত বদ্‌জাতও दूडेि দেখি নাই। কত কটু কহিয়া গালি দিলাম, মুখে একটি কথাও শুনিতে পাইলাম না। পাঁচমোড় করিয়া বাধিয়া চড়টা চাপড়টা দিতে লাগি লাম, পীঠ পাতিয়? রাখিল, তবু বলিতে পা রিল না যে আমাকে এত নিগ্ৰহ করিও না, এই কিছু দিতেছি লও”। কমল কহিল, “য়্যার মামুদ! কি বলিব, তোর কথা শুনিয়া আমি অবাক হইলাম । তুই তাহার গুণ জানি না, এই বলিতেছিস্ যে সে বদ্‌জাত ও চোর । জানিলে আর এমন কথা কদাচ মুখে আনি তিস্ না। এক সার কথা বলিয়া রাখি, সে চুরি করিবার ছেলিয়া লয় । তাহার গুণের কথা শুনিবি? সে বাপ মায়ের কায়কুেশে সংসার পালন করা দেখিয়া এই বিদেশে চাকুরী করিতে আসিয়াছে। যে বাবুর বাগানে থাকে তিনি তলহাকে পুত্রের মত ভাল বাসেন। বোধ হয় তাহ হইতে গোপালের পরে বড় ভালই হুইবেক”।