পাতা:গোপাল কামিনী.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ ৩ গোপাল কামিনী । ब्राप्तामू কহিল, “ রেখে দে ভাই! তোর ও সব কথা শুনিতে চাহি না । আমি মাল শুদ্ধ চোর গেরেপ্তার করিয়াছি। চোরও অাপন মুখে এক প্রকার চুরি কবুল করিয়াছে। আমি তাহার চারি জন সাক্ষীও রাখিয়াছি । এখন তোর কথাতেই কি তাহাকে ভাল মানুষ বোধ করিব”? কমল কহিল, “ য়্যারমামুদ! আমার নিশ্চয় বোধ হুইতেছে যে, তোমার তাহাকে ধৃত করা অতি অন্যায় হুইয়াছে। গোপালকে ধূত হইয়া কয়েদ থাকিতে হয়, সে এমন অপরাধ করিবার ছেলিয়া নহে, তবে যে তুমি তাহাকে কি দোষে ধরিলে, তাহ পরমেশ্বরই জানেন । আমি ত হইার কারণ কিছুই বুঝিতে পারিলাম না"। য়্যারমামুদ কমলের কথা শুনিয়া ক্রোধে কহিয়া উঠিল, “ তোর এমন বুদ্ধি নহলে এমন দশা হইবেক কেন? এতকাল কেবল চেকীদারী করিয়া দাড়ি পাকইলি, তবু তোর চারি টাকার অধিক মসহার হইল না"। এই কথা বলিয়া সে পুনৰ্বার কহিল,