পাতা:গোপাল কামিনী.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । X e > আছে, তথায় গিয়া জল চাহিলে তিনি একঘট জল আনিয়া দিলেন । পিপাসায় আমাকে এমনি হ্যাকুল করিয়াছিল যে তাহ ধীরে ২ পান করিতে গোণ সহিল না । একেবারে অধিক জল মুখে ঢালাতে সৰ্বাঙ্গে পড়িয়া কোচার কাপড়টা প্রায়ঃ ভিজিয়া গেল । তাড়াতাড়ি ঘটা রাখিয়া কোচার মুড়া খুলিয়া দেখিলাম নোটখানিও ভিজিয়া গিয়াছে। জল থাওয়া সেই পৰ্যন্ত রহিল । তখন “কি হইল ! সৰ্বনাশ হইল” ! বলিয়া আক্ষেপ করিতে লাগিলাম। বেণিয়। “কই নোট ভিজিয়াছে দেথি ২ দেও দেখি” বলিয়া আমার হাত থেকে অমনি তখনিই তাহা লইল, এবং তাহার সঙ্খ্যার অঙ্ক দেখিয়া “এই যে সেই খোয়া নোট পাওয়া গিয়াছে” বলিয়া চেচাইলে পর, নিকটস্থ এক জন চেকীদার তখনি অমনি তাহার হাত থেকে তাহ লইল । থানিকক্ষণ তাহারদের উভয়ের মধ্যে “আমি চোর ধরিয়াছি, আমি চোর ধরিয়াছি” বলিয়া বিবাদ হইতে লাগিল । শেষে চেকীদার অমাকে চোর বলিয়া বাধিয়া চুরি সাৱ্যস্ত করিবার জন্ত নানা প্রকার কটুভাষায় গালাগালি ও নিগ্ৰহ করিয়া থানায় চালান দিয়াছে। এখানে দারোগ মহাশয়ের কথায় জমাদার প্র ছতিরাও অন্যন্ত প্রহার গ্ৰুৱক গায় বিচুটি দেওয়া, নাভিতে ঘুরঘুর বাধা প্রভূতি অসহ্য যাতনা সকল দিয়াছে ! কি করি, উপায়ের অভাবে এই সমস্ত অসহ সুশে সহিতে তই যাছে, কিন্তু মনে জানি যে, আমি কোন অংশে অপ বt 3