পাতা:গোপাল কামিনী.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> o 8 গোপাল কামিনী । ইলে পর সে প্রথমতঃ রোদন করিতে লাগিল। পরে কমলের নানা প্রকার পুবোধ বাক্যদ্বারা মনে২ কিঞ্চিৎ সান্থন জন্মিলে সে পত্ৰখানি উন্মোচন করিয়া পড়িতে লাগিল । কামিনীর এক পুকার অক্ষর পরিচয় ছিল, আর কমলের প্রমুখাৎও বাচনিক শুনা হইয়াছে । বিশেষতঃ গোপালের অক্ষর পড়িতে তাহার বড় কেশ হইত না । সুতরাং সে পত্রের মৰ্ম্ম অনায়াসেই অবগত হইয়া কাদিতে ২ কছিতে লাগিল ** কমল দাদা ! এ কি সৰ্ব্বনাশের বিষ উপস্থিত! আমার যে এখানে কেহই অভিভাবক নাই। অভিভাবক বল, রক্ষক বল, প্রতিপালক বল সকলই আমার দাদা । এখন দাদার এই দশা হইল, উপায় কি করা যায়!”। কমল কহিল, “কামিনি! এত ভাবনাই করিতেছ কেন ? তোমার দাদা ত দোষী নয়। দোষী হুইলৈ বরহ ইহা ভাবনার বিষয় বলিতে পারিতাম ! তোমর গল্পীগামের মানুষ, মোকদম মামেলার কথা শুনিলেই ভীত হও । ভয়ের কারণ থাকি