পাতা:গোপাল কামিনী.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 * * গোপাল কামিনী ।

    • তোমার বাসা কোথায় ?” “ থালধারে অমুক বাবুর বাগানে।" “ তুমি কি কৰ্ম্ম কর ?”

র্ণ সদার মালার কৰ্ম্ম ।” ণ এ নোট কোথায় পাইলে ? “ এক বাৰু দিয়া গিয়াছেন।" ** সাক্ষী কে তাড়ে ?” * * আমার ভগিনী কামিনী।" * আচ্ছ বস্ হই আছে, তুমি এখন বসিতে পার।" গোপাল সেলাম করিয়া বসিল । সাহেব তাছার সাক্ষীকে উপস্থিত করিবার জন্য রীতি মত সফীনা জারী করিলেন । যখন সফীনা লইয়া পিয়াদা যায়, তখন কমলও তাছার সঙ্গে ২ চলিল। ঐ সময়ে য়্যারমামুদের মানিত চী fর জন সাক্ষীর নামেও সক্ষীন জারি হয় । সফান পাইবামাত্র তাহার হুজুরে হাজির হইলে পর সাহেব তাহাদের জবানবন্দী গ্ৰহণ করেন। বেলা তিনটা বাজিয়াছে, এমন সময়ে কামির্মীকে আনিয়া হাজির করিল । সাহেব তাহাকে জিজ্ঞাসা বাদ করিলে, সে যাহ ২