পাতা:গোপাল কামিনী.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

交 উপক্রমূর্কিu - মারত এক্ষণে প্রাচীন অবস্থা উপস্থিত; দেশ দেশান্তরে গিয়া যে বাণিজ্য ব্যবসায় করিয়া অর্থ উপার্জন করি আর এখন আমার তেমন শক্তি সামর্থ নাই। পরমেশ্বরের প্রসাদে আমি উপযুক্ত সুসন্তান চতুষ্টয়ের পিতা হইয়াছি ; এখন আর আমার পূর্বের মত ক্লেশ করিয়া দেশ দেশান্তরে পর্যটন করা ভাল দেখায় না । আমি স্বীয় পরিশ্রমদ্বারা যে প্রভূত ধন অর্জন করিয়াছি, তাহা তোমরা আবহমানকাল পুএ পেপ্রাদি ক্রমে ভোগ করলেও ক্ষয় হইবার নহে । তথাপি আমি স্বজাতীয় বাণিজ্য ব্যবসায় হইতে কদাচ নিবৃত্ত হইতে অভিলাষ করি না। উত্তরোত্তর বৃদ্ধির চেষ্টা না করিলে কুবেরের সম্পত্তিরও কখন উন্নতি হয় না, আমরা ত অতি তুচ্ছ ব্যক্তি 1 ছিতোপদেশে বিষ্ণুশৰ্ম্ম কহিয়াছেন, কিঞ্চিৎ ধন পাইয় যদি কেছ আপনাকে নিশ্চিন্ত বোধ করে