পাতা:গোপাল কামিনী.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ গোপাল কামিনী । > R、> থাকিয়া দাদার অশুভ ঘটনার কথা শুনা অপেক্ষা বরং দুরে থাকিয়া কিছু না শোনা ভাল। ইহা ভাবিয়া কামিনী হয় ত কোথায় পুস্থান করিয়াছে”। কমল কহিল, না, না, গোপাল ! এমত দুর্ভাবন কুরিবার আবশ্যক নাই ! আমার মনে একথা কোন ৰূপেই লইতেছে না” । এই সকল কথা বাৰ্ত্তার পর কমল গোপালকে বলিয়া কহিয়া পুস্থান করিল। এইৰূপে কমল চৌকিদার প্রতিদিন গোপা লকে দেখিতে আসিয়া কহিত “গোপাল ! তুমি ভাবিত হইও না, আমি প্রায়ঃ অনেক চোকিদারকে বলিয়াছি, তাহারা শীঘু ২ কামিনীর সংবাদ অানিয়া দিবেক”। কিন্তু গোপালের মন সে সব বাক্য পুবোধ মানিত না। মধ্যে এক দিবস যেমন বিজাতীয় ঝড়, তেমনি বৃষ্টি; আর সঙ্গে ২ প্রচুর শিলা বর্ষণ ও বজাঘাত হইয়াছিল । তাহাতে গোপালের মনে নিশ্চয়প্রায় বোধ হইল যে, কামিনী অার এ দুদিনে কোন ৰূপেই প্রাণ বঁাচাইতে পারে নাই । মনে ২ छे