পাতা:গোপাল কামিনী.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> a々、 গোপাল কামিনী । # এ প্রকার উদ্বেগ জন্মিবাতে গোপাল এককালে আহার নিদ্রা বর্জিত হইয়া কেবল দিবানিশি ভগিনীর চিন্তাই সার করিল। g গোপালের এই প্রকার মহাকষ্টে কালযাপন হইতে ২ যে দিবস মিয়াদ বহির্ভূত ও তাহার মোকদ্দমার পুনৰ্বিচার হইবেক সেই দিবস উপস্থিত হইল। দারোগ দশটার সময়েই জমা দার, বরকন্দাজ, য়্যারমামুদ চৌকিদার পুত্ব তিকে সঙ্গে দিয়া আসামীকে রীতিমত পোলিসে চালান করিলেন। এবং আপনিও মুহুরির হস্তে থানার কায্যের ভার সমপণ করিয়া অবিলম্বে কাছারী গমন করিলেন। গোপালের পীঠপর কমল চৌকিদার ও নিয়মিত সময়ে উপস্থিত হইয়াছিল । দৈবযোগে সে দিবস পোলিসে এত মোকদম উপস্থিত যে, গোপালের মিছিল উঠিতে প্ৰায়ঃ দুই প্রহর তিনটা বেলা হইল। গোপাল অনাহার ও নিদ্রাভাব প্রভৃতি নানা কেশে, বিশেষতঃ কামিনী কোথা গেল এবং কি হুইল' এই উদ্বেগে যৎপরোনাস্তি पूर्वज ●