পাতা:গোপাল কামিনী.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ গোপাল কামিনী । ১২৩ কাতর হইয়া বিচার গৃহের এক কোণে ভূমিতেই শয়ন করিয়া রহিয়া আছে, এবং অনবরত নয়ন জল ধারাতে ভূমিকে সিক্ত করিতেছে। কমল এক ২ বার নিকটে যাইয়া সাহস ও সান্তুনা বাক্যে কহিতেছে, “ আঃ! গোপাল! ক্ষান্তই হও, অনবরত কঁাদিয়া ২, একটা মহামারী ব্যামোহ করিবে না কি ? 1 দেখই না কেন ধৰ্ম্মের গতি কি ৷ একান্ত মনে পরমেশ্বরকে ডাক, তিনিই রক্ষা করিবেন”। গোপাল তখন ব্যাকুলত প্ৰ ভাবে এসব কথায় আর কোন উত্তর করিতে না পারিয়া মনে ২ পরমেশ্বরকে ডাকিতে লাগিল । বেলা প্রায়ঃ সাড়ে তিনটা হয়, এমত সময়ে গোপালের মিছিল উঠিল । মেজিষ্ট্রেট সাহেব রীতিমত আসামীকে সমুখে আনিতে আজ্ঞা করিলে য়্যারমামুদ তাহাকে তুলিয়া হাত ধরিয়া হাজির করিল। সে দিবস গোটাকত কুৎসিত মোকদম উপস্থিত হওয়াতে সাহেবের মনঃ নিতান্ত বিরক্ত হইয়াছিল । ইহাতে"তিনি তা