পাতা:গোপাল কামিনী.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> N○○ গোপাল কামিনী । লাম, কামিনী জরে পড়িয়া কাতরাইতেছে। নিকটে গিয়া জিজ্ঞাসা করিলে, আমার পা দুখানি ধরিয়া কাদিতে ২ কহিল, “ ভাগ্যহইতে আসিয়াছেন, এখন অনুগ্রহ করিয়া আমার দাদাকে মুক্ত করুন"। আমি তখন উহাকে সান্থনা করিয়া বাবুদের সহিত চলিয়া গেলাম। পরমেশ্বরের ইচ্ছায় তদবধি তাহার জরের প্রকোপ ও নুন হইতে লাগিল। অদ্য উহাকে গাড়ীতে করিয়া লইয়া আইলাম । কয়েক দিবস আহারাদি নাই। জরও একেবারে ত্যাগ হয় নাই। এই জন্য এই ক্লেশে উহার মৃচ্ছা .خه হইয়াছে’। সাহেব, কামিনীর বাবুকে আনয়ন করিবার বিবরণ শ্রবণ করিয়া বিস্ময়াপন্ন হইলেন, এবং মনে ২ তাহাকে কতই বা প্রশংসা করিতে লাগিলেন, তাহা বলা বাহুল্য। পরে বাবু, সাহেবের নিকটে নোটের বিষয় তদাদি তদন্তু কহিয়া শুনাইলেন, এবং কছিলেন, • ধৰ্ম্মাবতার! এই নিৰ্দ্দোষ বালক ও বালিকা