পাতা:গোপাল কামিনী.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । `, \ථ දා অনন্তর সাহেবের গোচর হইল যে, দারোগার অাদেশে জমাদার বরকন্দাজ প্রভূতিরাও গোপালকে বিস্তর যাতনা দিয়াছে । ইহাতে তিনি তাহাদিগকে নিকটে ডাকিতে আর কিছু মাত্র কালব্যাজ, করিলেন না । তাহারা উপস্থিত হইবামাত্র সকলগুলিকে কৰ্ম্মচ্যুত করিয়া কাহাকে দুইশত, কাহাকেও একশত কাহাকেও পঞ্চাশ টাকা করিয়া দণ্ড করিলেন এব০ তিন বৎসর মিয়াদে সকলকেই জেলখানায় কয়েদ রাখিলেন। অধিকন্তু হুকুম হইল যে তাহার। আর কখন কোন সরকারী কৰ্ম্ম করিতে পাইবেক না । শ্যামচাদ বাবু গোপাল ও কামিনীকে છે এক শত টাকা দিয়া পরিতুষ্ট করিলেন । এব• মেজিষ্ট্রেট-সাহেব এক জন বরকন্দাজকে একটি টাকা দিয়া আজ্ঞা করিলেন, “ একখানি গাড়ী ভাড়া করিয়া এই দুই বালক বালিকাকে সঙ্গে লইয়। ইহাদিগকে বাসায় রাখিয়া আইস: 1 গোপাল ও কামিনী পরমেশ্বরকে শত ২ ধন্য বাদ দিয়া সাহেবকে সেলাম পূর্বক বিদায় ठे