পাতা:গোপাল কামিনী.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ - গোপাল কামিনী । У Ф. Ф. . ও তাহা ভোগ করিতে হয় বটে, কিন্তু পরিণামে তাহার অন্যথা ও সাধুফল লাভ হয় সন্দেহ নাই। শাস্ত্র কারকেরা সৎকর্মীর জীবন মধুর ও অসৎকর্মীর জীবন তিক্ত বলিমা বর্ণনা করিয়াথাকেন । তাহার তাৎপর্য এই যে, সত্কৰ্ম্মী যদি ক্লেশও পায় তাহা হইলে তাহার মনের সন্তোষে সে ক্লেশ ধৰ্ত্তব্যই হয় না; কিন্তু অসৎকৰ্ম্মী সুখ রাশির উপরি অাৰূঢ় থাকিলেও তাহার মনের সন্তোষ কদাচ জন্মে না। সন্তোষ ন হইলে সুখের বিষয় কি ? ফলে তাহার মনে সৰ্বদাই এমন উদ্বেগ হয় যে, পাছে তাহার সেই কুকৰ্ম্ম জনসমাজে প্রকাশ পায় এবং উত্তর কালে তাহার তদুপলক্ষে কোন অনিষ্ট হয় । বাছা ! এবিষয়ে অামায়-বিলক্ষণ পরীক্ষা করিয়া দেখা আছে, পুণ্যবান লোক মরণেও ক্ৰক্ষেপ করেন না, কিন্তু পাপীরা তাছার নামে সিহরিয়া উঠে ।