পাতা:গোপাল কামিনী.djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

) ○や গোপাঙ্গ কামিনী । এই ৰূপে গোপালের কিঞ্চিৎ সঙ্গতি হওয়াতে সে এক দিন কামিনীর সঙ্গে পরামর্শ করিল, “ ভগিনি ঈশ্বরেচ্ছায় আমাদের ভরণ পোষণের জন্য এখন কিছু দিন চিন্তা করিতে হুইবেক না। অতএব আমার মত এই যে, এখন আমাদের এখানে কেবল মালীর মত থাকিয়া কালক্ষেপ করা উচিত নহে । আমরা যাহা কিছু বাঙ্গালা লেখা পড়া জানি, আইস তাহাই ভালৰূপে শিখিতে চেষ্টা করা যাউক । এমনি ইচ্ছা হইতেছে, আজি বিকালেই বাজার হইতে পড়িবার পুস্তক সকল কিনিয়া আনি, এবং কালি অবধি পড়িতে আরম্ভ করি। ফলে সে দিবস মেজিষ্ট্রেট সাহেবের কথায় আমার লেখা পড়া শিখিতে বড়ই মনন. হইয়াছে । কামিনী কহিল, “ দাদা! डूमि ভাল বলিতেছ, আমারও ইহাতে ইচ্ছা হয় বটে। বিদ্য শিক্ষা ন_করিয়া এই ৰূপে নীচ লোকের ব্যবসায়ে চলিলে আমরা আর কত দিনে পিতা মাতার উপকার করিতে পারিব। পরমেশ্বরেচ্ছায় যদি