পাতা:গোপাল কামিনী.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S 8 o গোপাল কামিনী । খ্যাতি হইতে পারিবেক । আর যদি তাহাতে তোমার বিশিষ্ট পারকতা জন্মে, তাহা হইলে তোমার কিঞ্চিৎ স্ত্রীধন সঞ্চয় হইবারও সম্ভাবনা শুনিতে পাই আজি কালি কলিকাতার অনেক ভদ্রলোকের স্ত্রী ও কন্যা এই রূপ কার্যে টাকা উপার্জন করিয়া থাকেন” । বৈকাল বেলায় গোপাল বাজারে গিয়া আপনার জন্য কতিপয় উপাখ্যান গ্ৰন্থ, নীতি গ্রন্থ, ব্যাকরণ, ভূগোলবৃত্তান্ত, ইতিহাস, অঙ্কবিদ্যা প্রভৃতি কয়েকখানি বাঙ্গালা পুস্তক ও ইংরাজি শিখিবার উপযোগি খানকতক ইংরাজি বহি, এবং কাগজ, কলম, কালী, দোয়াইত, প্লেট, পেনসিল এবং কামিনীর নিমিত্তে ভূঁই & সুত, বুটা তুলিবার কাপড় আদি, শ্ৰব্য সামগ্ৰী সকল ক্রয় করিয়া আনিল। পর দিন অবধি গোপাল সেই বাগানের তত্ত্বাবধান করত আপাততঃ আপন আপনি বাঙ্গালা পুস্তক পড়িতে লাগিল। ইতিপূর্বে বলিয়া অাসিয়াছি, গোপাল ও কামিনীর