পাতা:গোপাল কামিনী.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কানিনী । X 8 (? দিনের জন্য সপরিবারে সেই বাগানে আসিয়া বাস করিতে উপস্থিত হইলেন। ঐ বাবুর डिनि જૂથ ও একটি কন্যা ছিল, কিন্তু সকলগুলিই শিশু কাহারো পাচ, কাহারো সাত, কাহারো বা দশ বৎসর বয়ঃক্রম, কেবল কন্যাটির বয়ঃক্রম বছর বারো হইবেক ইতিপূর্বে લે বাবু মধ্যে ২ বাগানে তত্ত্বাবধান করিতে যাইতেন । তাহাতে গোপাল ও কামিনী কেবল তাহাকেই চিনিত মাত্র, কিন্তু সে তৎপরিবারের কাহাকেই আর কখন দেখে নাই। সম্প্রতি তাহার উদ্যানে বাস করিবাতে গোপাল ও কামিনী তাহাদের সকলেরি নিকট পরিচিত হইল ; এবং ক্রমে ২ পরস্পরের ঘনিষ্টতাও হইতে লাগিল । পাচসাত দিন গেলে পর,একদিন পুতে বাবু চৌকাতে বসিয়া মুখ ধুইতেছেন, আর তাহার ছেলে তিনটি অন্তরালে বসিয়া স্কুলের পড়া মুখস্থ করিতেছে,এমত সময়ে গোপাল বেড়াই তে ২ . তাহাদের নিকটে গিয়া চৌকীর নীচে’ ভূমিতলে বসিল, এবং তাহাদের লেখা পড়া । V,