পাতা:গোপাল কামিনী.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । S 8 % স্বরের মত বোধ করিয়া তৎকথায় বড় একট। মনোযোগ করেন নাই। হয়ত অন্য কোন বিষয়ে অন্য মনস্কই বা থাকুন, এজন্য মনই দেন নাই। এখন একবার মুখ ফিরাইয় দেখিলেন যে, গোপাল তাহার সন্তানদিগকে লেখা পড়ার বিষয় বলিয়া দিতেছে । ইহাতে তিনি অতিশয় সন্তুষ্ট হইয়া গোপালকে নিকটে ডাকিলেন এবণ জিজ্ঞাসা করিলেন “ গোপাল! তুমি কি লেখা পড়া জান ? ইহাত আমি আগে জানিতাম না, डूनि এ সমস্ত কি প্রকারে শিখিলে বল দেখি?” গোপাল উত্তর করিল “ মহাশয়। পূৰ্বে আমার অক্ষর পরিচয়, যৎকিঞ্চিৎ কসামাজ জানা ছিল মাত্র। এক্ষণে মহাশয়ের আশুয়ে থাকিয়া দিবা রাত্রি পরিশ্রম করিয়া বাঙ্গালাট চলিতমত এক পুকার শিখিয়াছি এবং ইংরাজিও লিখিতে ও পড়িতে আরম্ভ করিয়াছি, মানস অাছে তাহাও ভালৰূপে শিক্ষা করির। .বাবু এই সকল বৃত্তান্ত শ্রবণ করিয়া পরম : সজক্ট হইলেন এবং কছিলেন, শুন গোপাল। マ R