পাতা:গোপাল কামিনী.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉 8レー গোপাল কামিনী । তোমার এত গুণ আছে, আমি তাহ ঘূণাক্ষরে পূর্বে জানিতে পারি নাই । যদি কোন ৰূপে তোমার বিদ্যানুরাগের কথা আমার জ্ঞাতসার হুইত, তাহা হইলে আমি তোমাকে এমন নীচপদস্থ করিতে চেষ্টা করিতাম না। ফলে আমি যে তোমাকে পরিচয়াভাবে পূর্বে বিশেষ ৰূপে চিনিতে পারি নাই, তাহাতে বড় অপ্রতিভ হুইলাম। যাহা হউক, তোমাদের আর স্বতন্ত্র স্থানে বাসা করিয়া থাকা ভাল দেখায় না। তোমরা এক্ষণেই আমার বৈঠকখানা বাটীর এক ঘর লইয়া থাক। আমি তোমাদের খাইবার পড়িবার বিশেষ নিয়ম করিয়া দিতেছি। আজি অবধি তুমি কেবল আমার বালকদিগের বিদ্যাশিক্ষা বিষয়ে বিশেষ মনোযোগ ও অাপনার লেখা পড়ায় ভালৰূপ চেষ্টা করিবে । অচিরাং তোমার পারকতা বুঝিয়া একটা কোন বিষয় কৰ্ম্ম জুটাইয়া দেওয়া যাইবেক । আর যাবৎ তোমার কোন কাজ কৰ্ম্ম না হন, তাবও তোমার পিতা মাতাকে পাঠাইয়া