পাতা:গোপাল কামিনী.djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: ৫২ গোপাল কামিনী । বিবাহের উপযুক্ত কাল উপস্থিত হইয়াছে। মানস করিয়াছি উহারা অবিবাহিত থাকিতে আমার কন্যা পুণ্ডের বিবাহ কদাচ দেওয়া হইবেক না”। " বাবুর স্ত্রী গুণে সাক্ষাৎ লক্ষ্মী ছিলেন। পতির महङझे जभठा इङ्ग्रेट्जन ७द९ दश्रित्नन्, “३रु। ভাল কথা। আমার মতেও গোপাল ও কামিনীর বিবাহ অঙ্গুে দেওয়াই কৰ্ত্তব)"। তাহাতে বাবু তখনই ঘটকদিগকে ডাকিয় তাহাদের উভ য়ের জন্য একটি সৎপাত্র ও একটি উপযুক্ত কন্যা অনৃেষণ করিতে অনুমতি করিলে, তাহারা যথাসাধ্য অনুসন্ধান করিয়া একটি সুলক্ষণা কন্যা, এবং গুণশীলিনী কামিনীর জন্য একটি উপযুক্ত পাত্ৰ যোটাইয়া আসিল বিচক্ষণবাবু সেই বিবাহ মহোৎসবের উপলক্ষে তাহাদের জনক, জননী, নিতাই ঘোষ, ও তাহার স্ত্রী এবং উন্যান) পরিবারবর্গকে লইয়া যান এবং অকাতরে খরা পত্র করিয়া আপনার কন্যা পুত্রের ন্যায় তাহা * rদর বিবাহ সংস্কার সমাধা করেন ।